চীন-পাকিস্তানকে কিভাবে ঠেকানো যাবে, ইউক্রেনকে দেখে শিখুক ভারত
 প্রকাশিত: 
 ১২ এপ্রিল ২০২৩ ১৩:১৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:৪৫
                                রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও চলমান। রুশ হামলায় বিরাট অংশ বিধ্বস্ত হলেও দমানো যায়নি ইউক্রেনকে। ভারত সফরে গিয়ে সেই অদম্য মনোভাবের কথা জানালেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। আলোচনা করলেন চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ দুইটির প্রসঙ্গে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এক আলোচনা সভায় তিনি জানালেন কিভাবে বেপরোয়া প্রতিবেশী দেশকে সামলাতে হয়।
জাপারোভা বলেন, ‘ভারতের জন্য একটি বার্তা নিয়ে এসেছি। ইউক্রেন চায় ভারত ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক শক্তিশালী হোক। দুই দেশের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হোক। আমরা এটাই চাই।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে ভারতের দুই প্রতিবেশীর কথা টেনে তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের মতো এক শক্ত প্রতিবেশী রয়েছে ভারতের। এ ক্ষেত্রে ক্রিমিয়া যুদ্ধ ভারতের জন্য একটি শিক্ষা হতে পারে। কঠিন প্রতিবেশীদের সামলাতে না পারলে পরে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।’
উল্লেখ্য, প্রায় দুই বছরের ভারত-চীন সীমান্ত সংঘাত ফের মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে। কখনো ডোকালা, আবার কখনো অরুণাচলে ভারতে ওপরে আগ্রাসন চালানোর চেষ্টা করছে চীন। পাশাপাশি পাকিস্তান নিয়ে সমস্যা অনেক পুরোনো দেশটির। প্রাসঙ্গিকভাবে সেই দিকেই ইঙ্গিত করলেন জাপারোভা।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত নতুন নয়। ইউক্রেনের পূর্বাঞ্চল ক্রাইমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া। ২০১৬ সালে ইউক্রেন বুঝতে পারে ইউক্রেনের বিরুদ্ধে একটা পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছেন পুতিন। আন্তর্জাতিক মহলেও সেকথা বলতে শুরু করে ইউক্রেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ইউক্রেনে হামলা চালিয়ে বসে রাশিয়া।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: