ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংঘর্ষ: বিএসপিইউএর গভীর উদ্বেগ
প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫ ১১:২৫
আপডেট:
২ নভেম্বর ২০২৫ ১৯:৩২
আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে এবং সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকস (বিএসপিইউএ)’ উক্ত ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে এটি নিঃসন্দেহে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে সংগঠনটি মনে করে।
এই ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করায় বিএসপিইউএ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ধন্যবাদ জানিয়েছে। বিএসপিইউএ আশা করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে, দোষীরা চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
বিএসপিইউএ আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। অধিকন্তু, ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় এবং আহত সব শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া, তাদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দুঃখ প্রকাশসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদেরকে ধৈর্যের সঙ্গে গঠনমূলক ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আপনার মূল্যবান মতামত দিন: