ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪
 প্রকাশিত: 
 ৯ নভেম্বর ২০২২ ২৩:০৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:০২
                                ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ মোস্তফা কামাল জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আসিফ ইকবাল জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ হাসপাতালে আছে। ৩ জন ঘটনাস্থলে এবং ১ জন হাসপাতালে আনার পরে মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: