মৌমাছির কামড়ে এক যুবকের মৃত্যু
 প্রকাশিত: 
 ২২ অক্টোবর ২০২২ ২০:৫৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:০২
                                টাঙ্গাইলের মধুপুরে বাবাকে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তার মৃত্যু হয়।
নিহত তানভীর হাসান (২৫) মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি সরকারি সাদত কলেজ থেকে চলতি বছর শিক্ষাজীবন শেষ করেছেন। গত ১৩ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তানভীর।
নিহত তানভীরের মামা সোলায়মান সেলিম জানান, গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি গাছের মৌমাছির বাসায় বাজপাখি আক্রমণ করলে বাসা ভাঙা মৌমাছি বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ সময় বাড়ির আঙ্গিণায় কর্মরত তানভীরের বাবা আব্দুল খালেককে আক্রমণ করে। তার চিৎকারে তানভীর বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন মৌমাছি তাকেও আক্রমণ করে।
স্থানীয় ও স্বজনরা তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসপাতালে নেন। বাবার অবস্থা একটু উন্নত হলেও তানভীরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
মামা রায়হান আরও জানান, তানভীর গত বৃহস্পতিবার পাশের উপজেলা গোপালপুর থেকে বিয়ে করে নববধূকে ঘরে তুলেছেন। এক সপ্তাহের মাথায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: