হালুয়াঘাটে মদসহ তিন মাদক কারবারি আটক
 প্রকাশিত: 
 ১৭ অক্টোবর ২০২২ ০১:৫৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৩৩
                                আমদানি নিষিদ্ধ ভারতীয় ২২ বোতল মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ।
রবিবার (১৬ অক্টোবর) মধ্যরাতে হালুয়াঘাট থানার পুলিশের টহলরত একটি আভিযানিক দল পৌরশহরের সিএনজি ষ্টেশন থেকে তাদেরকে গ্রেফতার পূর্বক তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ রয়েল স্ট্যাগ ১৫টি ও এসি ব্ল্যাক জাতীয় ৭ বোতল মদ জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই সাইদুজ্জামান খান।
আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বৈঠামারি এলাকার আরিফ হোসেন (২৫), একই উপজেলার নরন্দী গ্রামের নাঈম (২০) ও হালুয়াঘাট উপজেলার কচুয়াকুড়া এলাকার রুবেল মিয়া (২২)।
তিন আসামী ও অজ্ঞাত একজনসহ চারজনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করে হালুয়াঘাট থানা পুলিশ। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীনুজ্জামান খান।
তিনি আরো জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে হালুয়াঘাট থানা পুলিশ। গেল সেপ্টেম্বর মাসে ৩ দফা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্যান্ডের প্রায় শতাধিক বোতল মদ, যানবাহন জব্দসহ ছয়জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। অপরাধ দমন ও মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: