শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই
 প্রকাশিত: 
 ৮ অক্টোবর ২০২২ ১৯:৫০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৩৩
                                ফরিদপুরে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) খুনের অভিযোগ উঠেছে তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাতে টয়লেটে যাওয়ার জন্য শাশুড়ি রহিমা বেগম ঘরের বাইরে বের হন। এ সময় জামাই ইউনুস মোল্লা ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে শাশুড়িকে আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ইউনুস পালিয়ে যায়। পরে রহিমা বেগমকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: