মৃত শুশুক ভেসে এলো কুয়াকাটার সৈকতে
 প্রকাশিত: 
 ৬ অক্টোবর ২০২২ ১৮:৪৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৩৩
                                পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি মৃত শুশুক। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু মৃত শুশুকটি দেখতে পায়।
কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এটি ভেসে এসেছে। শুশুকটির পেট ফাটা ও মুখে জাল জড়ানো রয়েছে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এটি জেলেদের জালে জড়িয়ে মারা যেতে পারে। বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শুশুকটিকে বালু চাপা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: