নরসিংদীতে ট্রাকচাপায় ৪ জনের মৃত্যু
 প্রকাশিত: 
 ২ অক্টোবর ২০২২ ১৮:৫৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৮
                                সবজিবাহী ট্রাকচাপায় নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
রোববার (২ অক্টোবর) সকাল ৮টায় জেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সবজি বিক্রেতা সিদ্দিক মিয়া, একই উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে সিএনজি যাত্রী মো. সিদ্দিক মিয়া ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে সিএনজি যাত্রী আবুল কালাম। অপর নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তিনিও সিএনজির যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই চারজন পথচারী মারা যান। গুরুতর আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৌরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক।
ওসি জানান, ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকচালক পালিয়েছেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: