পঞ্চগড়ে নৌকা ডুবি, মৃত্যু ২৩
 প্রকাশিত: 
 ২৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৫
 আপডেট:
 ২৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৭
                                পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে নারী ও শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন অন্তত ৩০ জন। এখনও উদ্ধার কাজ চলছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউপির আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বোদা থানার ওসি অজয় কুমার বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড়ের ডিসি মো. জহুরুল ইসলাম জানান, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল।
বোদা থানার ওসি অজয় কুমার জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: