হাতির জন্য পাতা ফাঁদেই প্রাণ গেল কৃষকের
 প্রকাশিত: 
 ২১ সেপ্টেম্বর ২০২২ ২১:৪১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৮
                                ভারতীয় বন্য হাতি তাড়াতে নিজের পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে জাহাঙ্গীর (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কুচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৩৫) একই ইউনিয়নের কড়ইতলী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয়রা জানায়, প্রায় প্রতিদিন রাতে খাবারের সন্ধানে ভারতের পাহাড় থেকে আসা বন্য হাতির দল হালুয়াঘাটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রবেশ করে। মাঝেমধ্যে সবজির ক্ষেত, ফসল ও গাছের চারার ব্যাপক ক্ষতি করে। এ কারণে অতিষ্ঠ হয়ে এসব ফসল রক্ষা করতে জেনারেটারের মাধ্যমে বিদ্যুতের ফাঁদ পাতার চেষ্টা করেন জাহাঙ্গীর।
এ সময় ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে একই উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কড়ইতলী এলাকায় বন্য হাতির আক্রমণে নওশেদ আলী নামে আরেক কৃষকের মৃত্যু হয়।
পরিদর্শক (এস আই) মো. শাহিনুজ্জামান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: