ডেসটিনি গ্রুপের বন্ধ গুদামে রহস্যজনক আগুন
 প্রকাশিত: 
 ২০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৪
টঙ্গীর ন্যাশনাল টিউবস রোডে বহুল আলোচিত ডেসটিনি গ্রুপের বন্ধ গুদামে রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েক কোটি টাকার পন্যসামগ্রী পুড়ে যাবার খবর পাওয়া গেছে। আড়াই ঘন্টা চেষ্টার পর টঙ্গী উত্তরা ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনাটি কোন নাশকতা কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নটায় প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে উত্তরা থেকে আনা হয় আরও দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে আড়াই ঘন্টা। গুদামঘরে তালা কেটে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিসের মুখপত্র আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে আগুনে চল্লিশ হাজার বর্গফুটের গুদামে থাকা ডেসটিনির বহু মূল্যবান সমগ্রী পুড়ে গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছেন, গুদামে বিভিন্ন মূল্যবান মেশিনারিজ সামগ্রী, ইলেকট্রনিক পণ্য, ফুড সাপ্লিমেন্ট ও প্রসাধনী সামগ্রী গুদামজাত ছিল। আলোচিত ডেসটিনির গুদামে আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের উপকমিশনার (হেডকোয়ার্টার) মোহাম্মদ ইলতুৎমিশকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন, উপপুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মিজানুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) হাসিবুল আলম ও টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম।
গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের উপকমিশনার মাহবুব উজ্জামান জানান, "আদালতের নির্দেশে ডেসটিনির গুদামের সম্পত্তির দেখভালের দায়িত্বে রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আগুনের ঘটনায় কোন নাশকতা রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা হবে।"

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: