সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


নারায়ণগঞ্জে ৬১টি হারানো মোবাইল ফেরত দিল পুলিশ


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫ ২৩:১৬

আপডেট:
২৭ অক্টোবর ২০২৫ ১৬:১৯

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মোবাইল ফোন এখন মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় টাকা হারানোর চেয়েও মোবাইল হারানোতে বেশি কষ্ট হয় কারণ এতে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ও আর্থিক তথ্য সংরক্ষিত থাকে।

তিনি আরও বলেন, মোবাইল হারালে অবশ্যই থানায় জিডি করতে হবে। এরপর জিডির একটি কপি জেলা পুলিশের আইসিটি শাখায় জমা দিলে আমাদের টিম মোবাইল উদ্ধারের কাজ শুরু করে। আমরা অনেক ক্ষেত্রেই মোবাইল খুঁজে পেয়ে মালিকদের ফিরিয়ে দিতে সক্ষম হই।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিটি শাখার সদস্য এবং মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top