নবীনগরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
 প্রকাশিত: 
 ২৪ মে ২০২৫ ১১:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৩০
 
                                ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে শনিবার (২৪ মে) সকালে লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবুবক্কর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার নানার বাড়িতে ভৈরবনগরে বেড়াতে গিয়েছিল।
নিহতের বাবা তারেক জিয়া জানান, নিহত শিশু আবুবক্কর গত বৃহস্পতিবার ভৈরবনগরের নানার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল। আজ সকালে তার নানা বাজার থেকে লিচু নিয়ে আসেন। খেলাধুলার ফাঁকে একপর্যায়ে আবুবক্কর লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার গুরুতরতা দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।
এদিকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক শিশুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: