বাঘায় ১৬ জেলে পেলেন গরুর বাছুর
 প্রকাশিত: 
 ২২ মে ২০২৫ ০৮:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:১৯
 
                                রাজশাহীর বাঘায় জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলা চত্বরে সুলতানপুর গ্রামের আব্দুর রশিদ, জোতাশি গ্রামের বাতেন মোল্লা, কিশোরপুর গ্রামের গোপাল চন্দ্র ও অরুণ হালদাসহ ১৬ জনকে দেওয়া হয়েছে গরুর বাছুর।
জানা গেছে, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে গরুর বাছুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
এতে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহীউদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রে কর্মকর্তা মুনসুর আলী, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মামুন আল হক, বাঘা পৌর মৎস্যজীবি দলের সভাপতি হামিদুল হক, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক সোহেল রানা প্রমুখ।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: