‘১৭ বছর খাইনি, এখন খাব’ বলা বিএনপি নেতা বহিষ্কার
 প্রকাশিত: 
 ২১ মে ২০২৫ ১৩:২৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২১
 
                                ঠিকাদারি নিয়ে ‘১৭ বছর খাইনি, এখন খাব’ বলে ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রুবেলকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য রাজশাহী মহানগরের অধীন রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আলমকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা বলেন, নাম টাইপে ভুল হতে পারে। ওটা রুবেল হবে৷ তবে মহানগর আহ্বায়কের সঙ্গে কথা বলে কনফার্ম হতে পারেন।
মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারবো।
এর আগে, নওগাঁর এক বিএনপি নেতার সাথে রাজশাহীর রুবেলের কথোপকথনের ১০ মিনিটের ফোনালাপ ফাঁস হয়। রুবেল বলেন, '১৭ বছর খাইনি, এখন খাব।' এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: