আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন: ইসি
 প্রকাশিত: 
 ১৯ মে ২০২৫ ০৯:১২
 আপডেট:
 ১৯ মে ২০২৫ ০৯:১৭
 
                                চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (১৯ মে) সকালে রাজশাহীতে আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।
আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহী ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়। আঞ্চলিক নির্বাচন অফিস এ কর্মশালার আয়োজন করে। এতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না। তাই এ ধরনের কোনো সুযোগও নেই।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
এ দিনের কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: