আ.লীগ আর এই দেশে আসবে না : শামসুজ্জামান দুদু
 প্রকাশিত: 
 ১০ মে ২০২৫ ১৪:২৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:১৯
 
                                বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারা বলতো বঙ্গবন্ধু কন্যা পালায় না, তার বাবাই একটা খুনি, দুর্ভিক্ষ করে লাখ লাখ মানুষকে হত্যা করেছে তার বাবা, রক্ষীবাহিনীর নামে ৪১ হাজার মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ আর এই দেশে আসবে না।
শনিবার (১০ মে) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সাবেক এমপি মির্জা আজমকে উদ্দ্যেশ করে শামসুজ্জামান দুদু বলেন, মির্জা আজম প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি নেতা, এইটারও আর কোনো খোঁজ পাবেন না, কোনই ভবিষ্যৎ নাই। সে যেখানে যে টাকা রাখছে, সম্পত্তি রাখছে এটা জনগণের সম্পত্তি, এটা জনগণের অর্থ, যেখানেই থাক না কেন এই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। তার নেত্রীর টাকাও ফিরিয়ে আনা হবে।
টিউলিপ সিদ্দিকের অর্থ পাচার নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে গেছে, এই টাকা এখন বাঁচাতে হবে, মন্ত্রী পর্যন্ত উঠেছিল ব্রিটিশরা তাকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে। দেশের মধ্যে তার খালা, মা চুরি করেছে, সেও একটা চোর, এতবড় একটা চোর পরিবার পৃথিবীতে আর নেই। মুজিব চোর, মুজিবের ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে বিশ্বে পরিচিত পেয়েছিল।
আওয়ামী সরকারের গণহত্যা নিয়ে বলেন, পৃথিবীতে যারা গণহত্যার পার্টি তারা কখনো আর রাজনীতির সুযোগ পায় না, কখনো না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, তার নেতা-নেত্রীদের বিচারের আওতায় আনতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম। প্রধান বক্তার বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।
দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপিসহ অন্যান্য নেতাকর্মীরা সম্মেলনে বক্তব্য দেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: