স্ত্রীকে মারধরে নিষেধ করায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
 প্রকাশিত: 
 ৭ মে ২০২৫ ০৯:০১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২০
 
                                স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনা সদর উপজেলার চরতারাপুরে আব্দুল ওহাব মন্ডল (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি গত ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত ৩টার দিকে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বেধড়ক মারধর করতে থাকেন। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করেন এবং বলেন, ‘তাকে মারধর করার দরকার নেই তার বাড়িতে খবর দে, যাতে এসে নিয়ে যায়। মেয়েটি যদি মারা যায় তাহলে বিপদ হবে।’ বার বার নিষেধ করায় আরব আলী বড় ভাইকেও মারধর করতে শুরু করেন। এরপর বড় ভাই দৌড়ে পালাতে গেলে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। আহত আব্দুল ওহাবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। গতকাল রাত ৩টার দিকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় সে ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাত ৩টার দিকে আব্দুল ওহাবকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এরপর সকালের দিকে তিনি মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরব মন্ডলকে স্থানীয়রা আটকে রাখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা হলে ছোট ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: