স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে প্রাণ গেল তিন ছাত্রীর
 প্রকাশিত: 
 ৬ মে ২০২৫ ১৪:২৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২০
 
                                কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রাঘাতে তিন শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার চরটেকী নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)।
তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় চরটেকী নামাপাড়া এলাকায় ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই তিন স্কুলশিক্ষার্থী। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রাঘাত শুরু হলে গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকেও ডাক্তার মৃত ঘোষণা করেন।”
এদিকে তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে স্কুলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: