নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে নড়াইলে বিক্ষোভ
 প্রকাশিত: 
 ৪ মে ২০২৫ ০৯:১৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২০
 
                                ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন নড়াইল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএস এনইডি) নড়াইল জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও ভর্তি পরীক্ষা দিয়েই এখানে আসতে হয়। এখানে তিন বছরের কোর্স। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের (পাস) সমমান দেওয়ার দাবি আমাদের।
ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নড়াইল জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা এইচএসসি পাস করে তিন বছর পড়াশোনা করে আবার ৬ মাসের ইন্টার্নশিপ করি, এরপরও আমাদের শিক্ষাগত যোগ্যতার সনদ এইচএসসি সমমান, এই বৈষম্য দূর হওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আশা করছি, আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: