নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সা.সম্পাদক মঞ্জুর এলাহী
 প্রকাশিত: 
 ২৭ এপ্রিল ২০২৫ ০৮:৫২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২০
 
                                নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সেক্রেটারি মঞ্জুর এলাহী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের গোপন মতামতের মাধ্যমে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় উপস্থিত সকলের গোপন মতামতের পর ফলাফল ঘোষণা করেন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: