বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মেয়ের মৃত্যু
 প্রকাশিত: 
 ১৬ এপ্রিল ২০২৫ ১৪:৪৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:১০
 
                                ফসলি জমিতে ধান কাটছিলেন কৃষক বাবা। হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু। এ অবস্থায় বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে বাড়ি থেকে পলিথিন নিয়ে বাবার কাছে যাচ্ছিলেন মেয়ে। পথে বজ্রপাতে মৃত্যু হয় তার।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ফসলি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বজ্রপাতে মৃত তরুণীর নাম মোছা. হাসনা বেগম (২০)। তিনি ওই গ্রামের কৃষক মো. নূরুল হকের মেয়ে। এ ছাড়া ১০ মাস আগে তার বিয়ে হয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশে একটি ফসলি জমিতে ধান কাটছিলেন কৃষক বাবা নূরুল হক। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে বাড়ি থেকে পলিথিন কাগজ নিয়ে বাবার কাছে ফসলি জমিতে যাচ্ছিলেন মেয়ে হাসনা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: