মার্চ ফর গাজায় অংশ নিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১৩
 প্রকাশিত: 
 ১২ এপ্রিল ২০২৫ ১০:০১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:৩৯
 
                                ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১১ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আহতরা হলেন- জামালপুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস, জুবায়ের। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বলে জানা গেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি টিম যাত্রা করে। বেলা ১১টার দিকে টাঙ্গাঈলেরর ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১৩ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি নিয়ে গেছে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন বলেন, সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতদের কয়েকজন জামালপুর হাসপাতালে ভর্তি আছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: