সিলেটে কেএফসি, ডোমিনোস পিজ্জা ও বাটার আউটলেটে ভাঙচুর
 প্রকাশিত: 
 ৭ এপ্রিল ২০২৫ ১৩:৫১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:৩৮
 
                                ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে কেএফসি, বাটা ও ডোমিনোস পিজ্জার আউটলেটে হামলা ও ভাঙচুর করেছে তৌহিদি জনতা।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে সিলেটের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ও চৌহাট্টাস্থ ডোমিনোস পিজ্জার আউটলেটে ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির সমর্থনে দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তৌহিদি জনতা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে সিলেটের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি ও চৌহাট্টার ডোমিনোস পিজ্জা ও বাটার আউটলেটে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়। ভাঙচুরকালে কেএফসির দেওয়ালে ফিলিস্তিনের পতাকা সাঁটিয়ে দেওয়া হয়। হামলাকালে কেএফসির পার্শ্ববর্তী অন্য আরেকটি রেস্টুরেন্টে হামলা করা হয়। এ সময় বেশ কিছু কোমল পানীয় ধ্বংস করে দেন তারা। পরে তারা সামনের সড়ক অবরোধ করে স্লোগান দেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করছে পুলিশ।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: