গাইবান্ধায় ময়লার স্তূপে পড়ে ছিল যুবকের মুখ বাঁধা মরদেহ
 প্রকাশিত: 
 ১৮ মার্চ ২০২৫ ১২:৩৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:৪৩
 
                                গাইবান্ধার পলাশবাড়ীতে ময়লার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় আবু সালাম (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু সালাম লালমনিরহাট সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের মুখ বাঁধা অবস্থায় ছিল। বিষয়টি দেখে এলাকাবাসী দ্রুত থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, রংপুর থেকে সিআইডি পুলিশের একটি দল এসে নিহতের পরিচয় শনাক্ত করেছে। তবে হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: