ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ
 প্রকাশিত: 
 ১২ মার্চ ২০২৫ ০৬:১৬
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:৪৩
 
                                নোয়াখালীর বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টনে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিয়াজুল জান্নাহ মাদরাসা-সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, বিকেল পৌনে ৪টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে ফোন করে জানায় উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা-সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে। কার্টুনের ভেতরে এক নবজাতকের মরদেহ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে কার্টনের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর মরদেহ দেখতে পান। পরে উদ্ধার করে পুলিশ বেগমগঞ্জ থানায় নিয়ে আসে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় লোকদের খবরের ভিত্তিতে এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: